পাঁচ নারীকে হারিয়ে ভাইস চেয়ারম্যান হলেন তৃতীয় লিঙ্গের মুন্নি

মুন্নি আক্তার
মুন্নি আক্তার  © সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ নারী প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃতীয় লিঙ্গের মুন্নি আক্তার। মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হন। চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাজেদা বেগম কলস মার্কায় পেয়েছে ২১ হাজার ১৮৪ ভোট, মিরা আক্তার (ফুটবল) ১৪ হাজার ২২৩ ভোট। মরিয়ম বেগম (প্রজাপতি) ২১ হাজার ১৮৪ভোট। রশিদা বেগম ( হাঁস) ৪হাজার ৩২৩ ভোট, রোকশানা আক্তার (বৈদুতিক পাখা) ৩ হাজার ৪১১ ভোট।  তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায়  বিপুল ভোটে হেরেছেন ৫  নারী প্রার্থী।

ভোটে জয়ী হয়ে মুন্নি আক্তার বলেন, ‘আমি সব সময় মানুষের পাশে থেকে কাজ করে আসছি এবার জনগণ আমাকে আরো বড় কাজ করার সুযোগ দিয়েছে, সমাজ থেকে বৈষম্য দূর করে গরীব-মেহনতি মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করে যাব।’

 

সর্বশেষ সংবাদ