সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারালেন বাচ্চু

  © সংগৃহীত

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে বাংলাদেশি নাগরিক মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকীর বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে এ ঘটনা ঘটে।

নিহত মৌয়াল মনিরুজ্জামান বাচ্চু শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম গাজীর ছেলে।

সুন্দরবন পশ্চিম-জোনের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এম কে এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, মৌয়াল মনিরুজ্জামান বৈধ পাস নিয়ে চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকার বিপরীতে সুন্দরবনের ভারতীয় অংশে মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে।

মনিরুজ্জামানের সহকর্মীরা লাঠি-সোঁটা নিয়ে বাঘের ওপর ঝাপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নিলেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের আগেই তার মৃত্যু হয়।

 

সর্বশেষ সংবাদ