চাঁদ দেখা না গেলে ট্রেনের টিকিট উন্মুক্ত থাকবে আগামীকাল

  © সংগৃহীত

বরাবরের মতো ২৯ রমজান সন্ধ্যা থেকেই চাঁদ দেখার নিয়ম। সে অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর কবে অনুষ্ঠিত হবে তা নির্ধারণে চাঁদ পর্যালোচনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় মিটিং করবে চাঁদ দেখা কমিটি।

যেহেতু সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাঁদ দেখা যায়নি তাই আজ বাংলাদেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই আজ চাঁদ দেখা না গেলে দেশে ঈদ হবে আগামী বৃহস্পতিবার (১১ এপ্রিল)। ফলে মাঝে বুধবার রোজা রাখতে হবে মুসলিম ধর্মাবলম্বীদের।

এমনটি হলে আগামীকাল ঈদযাত্রা সহজ করতে আগামীকাল ট্রেনের টিকিট উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। মঙ্গলবার (১০ এপ্রিল) নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

প্রতি বছর ঈদে রেলে পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করলেও এবার করছে সাত দিনের। আজ বুধবার রেলের আগাম টিকিট বিক্রি শেষ হচ্ছে।

এই কর্মকর্তা বলেন, আজকে চাঁদ দেখার ওপর নির্ভর করছে আগামীকাল ঈদ হবে কি না। যদি আজকে চাঁদ দেখা না যায়, তাহলে আগামীকাল বুধবারের টিকিট উন্মুক্ত করে দেব। টিকিট কাউন্টার ও অনলাইন উভয়ভাবে টিকিট কাটা যাবে। 

 

সর্বশেষ সংবাদ