দেশের সকল ব্যাংকের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

সারা দেশের সরকারি-বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের জন্য সব থানাকে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর। এর পাশাপাশি তল্লাশিচৌকি ও টহল জোরদারেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
বান্দরবানে ব্যাংকে ডাকাতি, অস্ত্র লুট ও অপহরণের ঘটনার পর গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) থানাগুলোয় এই নির্দেশনা দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন ওসি গণমাধ্যমকে বলেন, গতকাল একাধিকবার ডিএমপি সদর দপ্তর থেকে ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদারের কথা বলা হয়। তারপর পুলিশ পরিদর্শনে গিয়ে দেখেছে, কোনো কোনো ব্যাংকের নিরাপত্তাকর্মীর সঙ্গে অস্ত্র নেই। আবার কোনো কোনো ব্যাংকের নিরাপত্তাকর্মীকে দিয়ে নিরাপত্তা নিশ্চিতের বদলে অন্য কাজ করানো হচ্ছে।
এই ওসি আরও বলেন, বিষয়গুলো নিয়ে তাঁরা সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের বলা হয়।
সর্বশেষ সংবাদ
{{HomepageTitle}}

চীনের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি ৯৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে
