মাছ ধরার জালে ভেসে উঠল মানব ভ্রুণ

কচু পাতায় রাখা একটি মানব ভ্রুণ
কচু পাতায় রাখা একটি মানব ভ্রুণ  © সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে মাছ ধরার জালে উঠে এসেছে একটি মানব ভ্রূণ। আশপাশের লোকজন বিষয়টি দেখে চমকে উঠে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

বুধবার (২৭ মার্চ) শিবগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, (বুধবার) দুপুরে সোমেশ্বরী নদীতে কয়েক শিশু জাল দিয়ে মাছ ধরছিল। এই সময় হঠাৎ তাদের জালে উঠে আসে একটি মানব ভ্রূণ। আশপাশের লোকজন বিষয়টি দেখে চমকে ওঠেন। কৌতূহল নিয়ে সেখানে ভিড় জমান পথচারীসহ স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ বলেন, হাত-পা, মাথাসহ সবকিছু দেখে মনে হচ্ছে অপরিপক্ব মানুষের বাচ্চা।

এ ব্যাপারে পুলিশের দুর্গাপুর সার্কেল অফিসার মো. আক্কাছ আলী জানান, যেহেতু নদীতে পাওয়া গেছে সেহেতু মানুষের বাচ্চা না কি তা আগেই বলা যাচ্ছে না। পুলিশ হেফাজতে রয়েছে। ডিএনএ টেস্ট করার পর বোঝা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া যাবে।

আরও পড়ুন: ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির

এদিকে মিশন হাসপাতালের ডিউটি চিকিৎসক ডাক্তার আব্দুল্লাহ আল নোমান ছবি দেখে বলেন, এটি পরিষ্কার বুঝা যাচ্ছে মানব ভ্রূণ। তিনি বলেন, আনুমানিক ১৮ সপ্তাহ বয়স হয়ে থাকতে পারে।।


সর্বশেষ সংবাদ