ঈদযাত্রার টিকিট কিনতে দু’ঘণ্টায় ৯৫ লাখ হিট

আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে আজ
আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে আজ  © ফাইল ছবি

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ মঙ্গলবার (২৬ মার্চ)। সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। এদিন আন্তঃনগর ট্রেনের ৫ এপ্রিলের টিকিট মাত্র দু’ঘণ্টায় শেষ হয়ে গেছে। 

এ তথ্য জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, আগামী ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিটি বিক্রি শুরু দু’ঘণ্টার মধ্যে শেষ হয়েছে। এ সময়ের মধ্যে টিকিট কেনার জন্য ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট পড়েছে।

আরো পড়ুন: বিদ্যুতায়িত হয়ে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-মা ও তিন সন্তান

জানা গেছে, বেলা ২টা থেকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারছেন যাত্রীরা। পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলে আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে যাত্রার জন্য দিনে ৩৩ হাজার ৫০০টি টিকিট থাকবে।


সর্বশেষ সংবাদ