রাত ১১টায় এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ

গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ
গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ  © ফাইল ছবি

প্রতিবছরের মতো এবছরও ২৫ মার্চ (সোমবার) গণহত্যা দিবস উপলক্ষ্যে এক মিনিট অন্ধকার (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ‘২৫শে মার্চ গণহত্যা দিবস ২০২৪ পালন এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদ্‌যাপন’ উপলক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির সভার কার্যবিবরণী সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোমবার রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে। এক মিনিট অন্ধকার থাকবে সারাদেশ। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এই কর্মসূচির আওতামুক্ত থাকবে।

ব্ল‍্যাক আউটের সময় প্রয়োজনীয় সতর্কতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেও জানানো হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

ব্ল‍্যাক আউট কর্মসূচি ছাড়াও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে সারাদেশে আরও বেশ কিছু কর্মসূচি পালন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসটির তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।


সর্বশেষ সংবাদ