ডেমরার আগুন লাগা ভবন ঝুঁকিপূর্ণ, নেভাতে দেরি যে কারণে

রাজধানীর ডেমরায় আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে
রাজধানীর ডেমরায় আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে  © সংগৃহীত

রাজধানীর ডেমরার আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২২ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। আগুন নেভাতেও দেরি হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভবনের ভেতরে কাঠামোগত শক্তি সেটি নেই। ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে। আশপাশে পানির উৎসও নেই।  ভবনটিতে সরু সিঁড়ি। নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, তাও নেই।

মো. রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা করছে। স্বেচ্ছাসেবকরাও আছেন। আগুন আর বাইরে ছড়ানোর আশঙ্কা নেই। তবে নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে। ভেতরে দাহ্য পদার্থ ও খেলার সামগ্রী আছে।

আরো পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।


সর্বশেষ সংবাদ