ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৯:৫৫ PM , আপডেট: ১৪ মার্চ ২০২৪, ১০:০৭ PM
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইবিসিএমএল)-এর ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) ভার্চুয়াল প্লাটফর্মে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: ফসিউল আলম। সভায় কোম্পানির পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ কায়সার আলী, মো. আলতাফ হুসাইন , জি. এম. মুহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, শেয়ারহোল্ডার মো. আশরাফুল হক, এফসিএ, মো. সালেহ ইকবাল, কোম্পানির শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ, কোম্পানি সেক্রেটারি আবু সাঈদ মো. নাহিদ, এফসিএস, অ্যাডমিন ইনচার্জ মো. আল আমিন, হিসাব বিভাগের ইনচার্জ মো: মনির হোসেন তালুকদার ও আইটি ইনচার্জ আশরাফ খান।
এসময় শেয়ারহোল্ডারগণ কর্তৃক ২০২৩ সালের আর্থিক বিবরণীর অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।