ভারতের কোচিং সেন্টারের লেখার নকল নবম শ্রেণির বিজ্ঞান অনুসন্ধান বইয়ে

ভারতের কোচিং সেবা দেওয়া প্রতিষ্ঠান বাইজুসের ওয়েবসাইটের লেখা (বাঁয়ে), নবম শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ বইয়ের ১২ নম্বর বাস্তুতন্ত্র অধ্যায়ের ১২.৭ অনুচ্ছেদ
ভারতের কোচিং সেবা দেওয়া প্রতিষ্ঠান বাইজুসের ওয়েবসাইটের লেখা (বাঁয়ে), নবম শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ বইয়ের ১২ নম্বর বাস্তুতন্ত্র অধ্যায়ের ১২.৭ অনুচ্ছেদ  © সংগৃহীত

এবার নতুন শিক্ষাক্রমে নবম শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ বইয়ে লেখা কপি করার অভিযোগ উঠেছে। ভারতের কোচিং সেবা দেওয়া প্রতিষ্ঠান বাইজুসের ওয়েবসাইট থেকে লেখাটি কপি করা হয়েছে বলে জানা গেছে। লেখার হুবহু অনুবাদ ও কাছাকাছি ধরনের ছবি বইয়ে তুলে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্স বিভাগের গবেষক নাদিম মাহমুদ এক নিবন্ধে বিষয়টি সামনে এনেছেন।

বইয়ের ১২ নম্বর বাস্তুতন্ত্র অধ্যায়ের ১২.৭ অনুচ্ছেদে লেখাটি রয়েছে। নাইট্রোজেন চক্র শিরোনামে লেখাটিতে বলা হয়েছে, ‘নাইট্রোজেন চক্র (চিত্র ১২.১৬) পৃথিবীর বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। নাইট্রোজেন জীবের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি, কিন্তু বায়ুমণ্ডলে এটি বিপুল পরিমাণে থাকলেও কোনো প্রাণী বা উদ্ভিদ এটি সরাসরি ব্যবহার করতে পারে না।’

আরো বলা হয়েছে, ‘নাইট্রোজেন চক্র এমন একটি জৈবভূরাসায়নিক প্রক্রিয়া যেটি প্রায় নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাসকে জীবের ব্যবহারের উপযোগী করে রূপান্তরিত করে তুলে। এই চক্রের মাধ্যমে নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে এবং চক্র শেষে আবার বায়ুমণ্ডলে ফিরে যায়।’

আরো পড়ুন: এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের নতুন পরিপত্র জারি করল মন্ত্রণালয়

এ লেখার সাদৃশ্য পাওয়া গেছে বাইজুসের ওয়েবসাইটে গিয়ে। সেখানে Nitrogen Cycle Definition শিরোনামে লেখা আছে, ‘Nitrogen is a key nutrient element for plants. However, the abundant nitrogen in the atmosphere cannot be used directly by plants or animals. Read on to explore how the Nitrogen cycle makes usable nitrogen available to plants and other living organisms. Nitrogen Cycle is a biogeochemical process through which nitrogen is converted into many forms, consecutively passing from the atmosphere to the soil to organism and back into the atmosphere.’

ভারতের কোচিং সেন্টার পরিচালনা প্রতিষ্ঠান বাইজুসের ওয়েবসাইটের https://byjus.com/biology/nitrogen-cycle/ লিংকে গেলে লেখাটি পাওয়া যাবে। এতে যে ছবিটি ব্যবহার করেছে বাইজুস, তার কাছাকাছি ধরনের ছবি বইটিতে ব্যবহার করা হয়েছে। নবম শ্রেণির ‘বিজ্ঞান অনুসন্ধানী পাঠ’ বইটি দেখা যাবে https://drive.google.com/file/d/1bptalzkfDeqmL2CWSzeTgKz9XdEs3Uoa/view লিংকে। বইয়ের ২০২ নম্বর পেজে লেখাটি রয়েছে।

এদিকে সোমবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন পাঠ্যপুস্তকে বিভ্রান্তিকর কিছু থাকলে সংশোধন করা হবে। এ সময় তিনি শিক্ষাক্রমের বিরোধিতার নামে অপরাজনীতি না করার আহবান জানান। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্বাধীনতা মাদ্রাসা শিক্ষক পরিষদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব  কথা বলেন।


সর্বশেষ সংবাদ