সরকার দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  © ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করছে। নতুন শিক্ষনীতিতে দেশবিরোধী কারিকুলাম এনে শিক্ষাব্যবস্থাকে ভেঙে দিচ্ছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, কারাগারে বিএনপি নেতারা অসুস্থ হলেও মুক্তি মিলছে না। গত ৭ জানুয়ারির নির্বাচন মঞ্চস্থ করতে বিরোধী দলগুলোর ওপর ক্রাকডাউন চালিয়েছে। আইন নয়, সরকারের ইচ্ছায় বিএনপির শীর্ষ নেতারা কারাগারে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

আরো পড়ুন: ‘শরীফার’ গল্পে পরিবর্তন নিয়ে যা বললেন কমিটি প্রধান

এ সময় কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার নয়াপল্টনে কালো পতাকা মিছিল করা কথা জানিয়ে রিজভী বলেন, এ জন্য ডিএমপির কাছ থেকে মৌখিক অনুমতি মিলেছে।


সর্বশেষ সংবাদ