সোমবার নওগাঁয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের ঘোষণা

একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  © সংগৃহীত

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নওগাঁর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তাপমাত্রার এ অবস্থা থাকতে পারে আগামীকালও। এ অবস্থায় অতিরিক্ত ঠান্ডার কারণে সোমবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আগামীকাল সোমবার শৈত্যপ্রবাহের পূর্বাভাস থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে জেলার ১ হাজার ৩৬০টি প্রাথমিক বিদ্যালয়, ৪৪৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৩৫০টি মাদ্রাসা আগামীকাল সোমবার বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেখানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা যাবে।


সর্বশেষ সংবাদ