এক সপ্তাহের মধ্যে বেসরকারি হাসপাতালের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তর  © সংগৃহীত

দেশের সব হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের তথ্য আগামী এক সপ্তাহের মধ্যে দিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান এক অফিস আদেশে এ নির্দেশনা দেন।

আদেশে বলা হয়েছে, আপনার নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত অনিবন্ধিত (লাইসেন্সবিহীন) বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং ব্লাড ব্যাংকের তালিকা বিনা ব্যর্থতায় ৭ কর্ম দিবসের মধ্যে পাঠাতে হবে।

আজ সোমবার সারা দেশে লাইসেন্স ও অনুমোদনহীন হাসপাতালের তালিকা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এক মাসের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই আদেশ জারি করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।

উল্লেখ্য, সম্প্রতি খতনা করানোর সময় সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শিশু আয়ান। 
ওই ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠার পরিপ্রেক্ষিতে অনুমোদনহীন হাসপাতাল–ক্লিনিকের বিষয়টি আলোচনায় আসে এবং এরই পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দিয়েছেন।


সর্বশেষ সংবাদ