১৫ জানুয়ারি ২০২৪, ০৯:০৮

যেখানে কমকর্তারা ফাইল ছুড়ে ফেলেছিলেন, সেখানেই তিনি এখন মন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেনকে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা  © সংগৃহীত

দেশের বিশিষ্ট বার্ন ও প্লাস্টিক সার্জন সামন্ত লাল সেন। তিনি এখন থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাবেন। পোড়া রোগীর চিকিৎসায় পাঁচ শয্যার ইউনিট থেকে ৫০০ শয্যার হাসপাতাল ও ইনস্টিটিউট তৈরির অন্যতম কারিগর তিনি। আর এ কাজ করতে গিয়ে আগে মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তার টেবিলে ঘুরেছেন। তখন অনেক কর্মকর্তা ফাইল ছুড়ে ফেলে দিয়েছেন। তিনি এখন তাদেরই মন্ত্রী।

রোববার (১৪ জানুয়ারি) নিজের এমন অভিজ্ঞতার কথা শোনান স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এসব কথা বলেন তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন মন্ত্রীর জন্য রোববার দুটি অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে মন্ত্রণালয়ের ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে প্রেস ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা পৃথকভাবে হয়নি। মতবিনিময় সভায় ঢুকে পড়েন সাংবাদিকরা। সভা শেষে নতুন মন্ত্রীকে প্রশ্ন করেন তারা। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই সচিবসহ সবার সহযোগিতা ও পরামর্শ পেলে সুষ্ঠুভাবে মন্ত্রণালয় চালাতে পারবেন। স্বাস্থ্য খাতে দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স’ দেখাবেন তিনি।

আরো পড়ুন: ‘চাকরিতে বিভিন্ন ক্যাডারের বৈষম্য শূন্যে আনতে পদক্ষেপ গ্রহণ করা হবে’

সামন্ত লাল সেন বলেন, বড় শহরের বাইরের স্বাস্থ্যসেবার উন্নতি করা অগ্রাধিকারের তালিকায় রয়েছে। উপজেলা পর্যায়ে চিকিৎসার উন্নতি হলে ঢাকায় রোগীর চাপ কমবে। কাজের পরিবেশ ভালো হলে মফস্‌সলে কাজ করবেন চিকিৎসকেরা। গ্রামাঞ্চলে তারা কেন থাকেন না, তা বুঝতে তাদের কথা শোনা দরকার।