খালেদা জিয়ার এই সুস্থতা ক্ষণস্থায়ী: ব্যক্তিগত চিকিৎসক

খালেদা জিয়া
খালেদা জিয়া  © ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বর্তমানে খালেদা জিয়া অনেকটাই সুস্থ। তবে এই সুস্থতা ক্ষণস্থায়ী। সুস্থতা ধরে রাখতে তার লিভার ট্রান্সপ্লান্টের জন্য দ্রুত বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া বাসায় পৌঁছানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, চিকিৎসদের পরামর্শেই খালেদা জিয়া বাসায় এসেছেন। এ সময়  ডা. ফখরুদ্দিন মোহাম্মদ, ডা শাহাবুদ্দিন তালুকদারসহ অন্যান্য চিকিৎসকদের অধীনে বাসায়ই তার চিকিৎসা চলবে।

এর আগে, দীর্ঘ পাঁচ মাস পর বিকেল ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে রাজধানীর গুলশানে তার বাসা ফিরোজার উদ্দেশে রওনা দেন তিনি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর তাকে বাসায় নেয়া হচ্ছে।

গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন খালেদা জিয়া। এরমধ্যে একাধিকবার তাকে কেবিন থেকে সিসিইউতে নেয়া হয়েছে। পরে শারীরিক অবস্থার উন্নতি হলে আবার সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। দীর্ঘ ১৫৬ দিন চিকিৎসা শেষে আজ বাসায় ফিরলেন তিনি।


সর্বশেষ সংবাদ