ডুবেছেন তিন প্রতিমন্ত্রী, আগেই কপাল পুড়েছে আরও তিনজনের

পরাজিত হওয়া তিন প্রতিমন্ত্রী (ওপরে), মনোনয়ন না পওয়া তিনজন (নিচে)
পরাজিত হওয়া তিন প্রতিমন্ত্রী (ওপরে), মনোনয়ন না পওয়া তিনজন (নিচে)  © ফাইল ছবি

দ্বাদন জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তিনজন প্রতিমন্ত্রীর ভরাডুবি হয়েছে। নৌকা প্রতীক নিয়ে বড় ব্যবধানে হেরেছেন। তারা হলেন- বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।

তিন প্রতিমন্ত্রীই হেরেছেন দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে। এর আগে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়নি। 

হবিগঞ্জ-৪ আসনে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের কাছে এক লাখ ভোটের ব্যবধানে হেরেছেন। ব্যারিস্টার সুমনের ভোট ১ লাখ ৬৯ হাজার ৯৯টি। আর মাহবুব আলী পেয়েছেন ৬৯ হাজার ৫৪৩টি ভোট। ব্যারিস্টার সুমন আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন।

আরো পড়ুন: বিনোদনের পাঁচ তারকার মধ্য দু’জনের বড় জয়, ডুবেছেন অন্যরা

ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর রহমান। দু’বারের সংসদ সদস্যকে হারিয়ে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম। তিনি ৮৪ হাজার ৪১২ ভোট। তৃতীয় স্থানে থাকা এনামুর রহমানের ভোট ৫৬ হাজার ৩৬১টি। এ আসনে আওয়ামী লীগের আরেক নেতা তৌহিদ জং মুরাদ ঈগল প্রতীকে ৭৬ হাজার ২০২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।

যশোর-৫ আসনে নৌকা প্রতীকের প্রার্থী তিনবারের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য ৭২ হাজার ৩৩২ ভোট পেয়েছেন। এ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ