১৭ কেন্দ্রে কোনো ভোটই পাননি চিত্রনায়িকা মাহি

মাহিয়া মাহি
মাহিয়া মাহি  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি ভোটকেন্দ্রে একটিও ভোট পাননি স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা শারমিন আক্তার নিপা অরফে মাহিয়া মাহি। রোববার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত ফলাফলে এমন চিত্র দেখা গেছে।

তবে শুধু মাহিয়া মাহি নয়, তৃণমূল বিএনপির জামাল খান দুদুর সোনালী আঁশ, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহার নোঙ্গর ও জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিনও আসনগুলোতে কোনো ভোট পাননি। 

রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আসনটি থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী ওই ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬ ভোট পেয়েছেন।

নির্বাচনী প্রচারণায় ট্রাক প্রতীক নিয়ে আলোচনার তুঙ্গে থাকলেও ভোটের মাঠে মোটেও পাত্তা পাচ্ছেন না মাহি। সবশেষে খবর অনুযায়ী, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে প্রকাশ হয়েছে ১৫৮টির মধ্যে ১৩৬ কেন্দ্রের ফলাফল।

এতে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন মাত্র ৮ হাজার ৩২০টি ভোট। বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তিনি পেয়েছেন ৮১ হাজার ভোট।

এর আগে সকাল ১০টার দিকে তানোর উপজেলার মুণ্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন মাহি। সেসময় তিনি বলেছিলেন, ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি কালকে (সোমবার) পুরো এলাকায় একটা শোডাউন দেব।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence