শিক্ষকদের নিয়ে নিজ বাড়িতে নির্বাচনি সভা করায় মায়া চৌধুরীকে শোকজ

  © সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। নোটিশে আগামী মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে হাজির হয়ে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

চাঁদপুর-২ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ সাইয়েদ মাহবুবুল ইসলাম স্বাক্ষরিত নোটিশটি শনিবার (১৬ ডিসেম্বর) মায়া চৌধুরীকে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ব্যক্তিগত সহকারী মো. মামুন বলেন, ‘আমরা এর আগে একটি নোটিশ পেয়েছিলাম এবং সেটির জবাবও দিয়েছি। নতুন কোনও শোকজের কাগজ এখনও আমরা পাইনি। আদালত কোনও শোকজ করলে আমরা সেটির জবাব দেবো।’

উল্লেখ্য, এর আগেও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জবাব চেয়ে নোটিশ দেয় নির্বাচন অনুসন্ধান কমিটি। পরে তিনি ৬ ডিসেম্বর আইনজীবীর মাধ্যমে ওই শোকজের জবাব দেন।


সর্বশেষ সংবাদ