প্রাথমিকের ৪১ জনকে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্তির নির্দেশ

হাইকোর্ট
হাইকোর্ট  © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জনকে সহকারি শিক্ষকের পরিবর্তে প্রধান শিক্ষক পদে গেজেটভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই বিদ্যালয়গুলো সম্প্রতি জাতীয়করণ করা হয়েছিল।

রোববার (১০ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া। তিনি বলেন, আদালতের রায়ের ফলে রিটকারী ৪১ জনের প্রধান শিক্ষক হিসেবে গেজেট পাওয়ার আইনি পথ সুগম হয়েছে। রিটকারীরা ন্যায়বিচার পেয়েছেন।

মো. সোহাগ হোসেন, আবুল কাশেম, মোসা. কুলসুম, তপন কুমার হাওলাদার, শাহ ওয়ালিউল ইসলমসহ বিভিন্ন বিদ্যালয়ের ৪১ শিক্ষক এ রিটটি দায়ের করেন। 


সর্বশেষ সংবাদ