ব্যারিস্টার মইনুলের সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা

ব্যারিস্টার মইনুল হোসেন
ব্যারিস্টার মইনুল হোসেন  © সংগৃহীত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনের মৃত্যুতে আধাবেলা আপিল বিভাগের বিচারকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর সোয়া একটা পর্যন্ত বিচারকাজ বন্ধ রাখা হবে। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ব্যারিস্টার মইনুল হোসেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

সকালে রাজধানীর বারিধারা জামে মসজিদে প্রথম জানাজা শেষে মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।


সর্বশেষ সংবাদ