গণতন্ত্র বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচন করতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল  © ফাইল ছবি

নির্বাচন নিয়ে দেশ সংকটে রয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, গণতন্ত্র বাঁচাতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে। নির্বাচনের দিন গুরুত্বপূর্ণ। হয় সফল না হয় ব্যর্থ হব। অবিতর্কিত ফলাফল চায় ইসি। আমরা অবশ্যই সফল হবো।

সোমবার (২৭ নভেম্বর) নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুসন্ধান কমিটির সদস্যের আইন বিধি ও কর্মপদ্ধতি বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সিইসি বলেন, আগামী ৭ জানুয়ারি নির্বাচনে পোলিংয়ে ১০ গুণ বেশি নজর রাখবেন। বাক্সগুলো ওপেন করা হবে, সবাই কেন্দ্রে চোখ রাখবেন।

আরো পড়ুন: মোবাইল হারিয়ে থানায় সাকিব আল হাসান

তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশ সংকটে আছে। বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল রয়েছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। সবাইকে সমভাবে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। আমাদের অর্থনীতি ও ভবিষ্যতসহ অনেককিছুই রক্ষা করতে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার করতে হবে।


সর্বশেষ সংবাদ