বনানীতে বিএনপি নেতা শ্রাবণের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদ ও একদফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা হরতাল সফলে রাজধানীর বনানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিল শেষে সিইসির কুশপুত্তলিকা পোড়ানো হয়।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বনানী নৌবাহিনীর হেডকোয়ার্টারের সামনে অনুষ্ঠিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। এ সময় উপস্থিত নেতাকর্মীরা নির্বাচন কমিশন ঘোষিত তপশিলকে অবৈধ আখ্যা দিয়ে তপশিল বাতিলের দাবিতে স্লোগান দেন।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কামরুজ্জামান আসাদ, মো. মুতাছিম বিল্লাহ, মো. ঝলক মিয়া, ইজাজ শাহ, সাইফুল ইসলাম সিয়াম, সুরুজ মণ্ডল, জোবায়ের আল মাহমুদ রিজভী, মেহেরাব আহমেদ মাহবুব মাহি, আলী হাওলাদার, যুগ্ম-সাধারণ সম্পাদক জহির রায়হান আহমেদ, মো. সালাউদ্দীন, খায়রুল আলম সুজন, মশিউর রহমান মামুন, লিটন এ আর খান, আরিফুল ইসলাম আরিফ, মাহমুদুল হাসান আল মারজান, আশিক আহমেদ, খোরশেদ আলম লোকমান, কৃষিবিদ সোহরাব হোসেন সুজন, তন্বী মল্লিক, মৃধা মো. মাসুদ রানা, মৌসুমী হক মৌ, মো. হাসান, কেন্দ্রীয় নেতা মো. মিনহাজুল আবেদীন নান্নু, কবির হোসেন ফকির, ফজলুল হক নিরব, জাহিদ পারভেজ, শামীম খান, সৈয়দ ফয়সাল হোসেন, মাহফুজুর রহমান, আব্দুল্লাহ আল মনসুর কমেট, জসিম উদ্দীন সরদার, সৈয়দ নাজমুল ইসলাম বাহার, মো. গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম পিংকন, তানভীর আল হাদী, ওমর ফারুক মামুন, জি এম ফখরুল হাসান, মিনহাজ আহমেদ প্রিন্স, রিয়াজ হোসেন, রিয়াজুল হাসান বাপ্পী, তানভীর আহমেদ তানু, আরিফ আহমেদ রনি, রাজিব হাসান, সাজিদ হাসান, ফকির ইব্রাহীম, কাজী আজহার হোসেন, আমির হামজা রাজু প্রমুখ।