এক মাসের মধ্যে আজ ঢাকার বাতাস সবচেয়ে দূষিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ১০:৩৩ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৩, ১০:৩৩ AM
রাজধানী ঢাকায় বায়ু দূষণ কমছেই না। আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালের ঢাকায় ‘খুব অস্বাস্থ্যকর’ বায়ু নিয়ে বায়ু দূষণে বিশ্বের ১০০টি শহরের মধ্যে এর অবস্থান দ্বিতীয়।
আজ সকাল ১০টার দিকে আইকিউএয়ারের বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ঢাকার স্কোর ছিল ২২৩। গত প্রায় এক মাসের মধ্যে এটাই সর্বোচ্চ স্কোর, অর্থাই প্রায় এক মাসের মধ্যে আজই ঢাকার বাতাসের মান সবচেয়ে খারাপ। বাতাসের এই মান ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। গতকাল প্রায় একই সময়ে ঢাকার স্কোর ছিল ১৯২।
আজ দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের কলকাতা। কলকাতার স্কোর ৩০৩। এই স্কোর ৩০০-এর ওপরে উঠলেই তাকে বিপজ্জনক বলে বিবেচনা করা হয়।
একই সময়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মল বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ের অসলো। এরপর রয়েছে ফ্রান্সের লিয়ন ও নিস। তারপর রয়েছে কানাডার টরন্টো এবং অস্ট্রেলিয়ার সিডনি। এ ৫ শহরের বাতাসের মানের স্কোর ৫ থেকে ১৪-এর মধ্যে রয়েছে; যা স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
বায়ু দূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে প্রস্তুতকৃত এই লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।