অবরোধের পাশাপাশি চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডাকল বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে আগামীকাল রোববার (৫ নভেম্বর) চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পাশাপাশি অবরোধও পালন করবে দলটি।
শনিবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সম্পাদক ইদ্রিস আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের পদত্যাগের এক দফা দাবির আন্দোলনের সৈনিক, চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে রোববার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে।
হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর সহযোগিতা কামনা করা হয় বিজ্ঞপ্তিতে।
আরও পড়ুন: ৩৫ আন্দোলনকারীদের সঙ্গে কবির বিন আনোয়ারের বৈঠক আজ
এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ঢাকায় গুলশানের একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে ও রিমান্ডে নেয়ার প্রতিবাদে এ হরতাল বলে জানানো হয় দলের পক্ষ থেকে।