০৪ নভেম্বর ২০২৩, ১০:৩১

মেয়ের বিয়ের জন্য টাকা চেয়ে ভাইরাল, যা জানা গেল

মেয়ের বিয়ের জন্য টাকা চেয়ে ভাইরাল  © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে সিরাজগঞ্জের বাসিন্দা বলে পরিচয় দিওয়া অসহায় এক ব্যক্তি তার মেয়ের বিয়ের জন্য ৫ হাজার টাকা দরকার বলে জানাচ্ছেন। এমন কথা শুনে মানবিকতা দেখিয়ে ভিডিও করা ব্যক্তি তাকে ৬ হাজার টাকা দেন।

একইসঙ্গে ভিডিও দেখে মেয়ের বিয়ের জন্য সাহায্য চাওয়া ব্যক্তিটির কথা অনেকের হৃদয় ছুঁয়েছে । সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখে অনেকে তার মেয়ের বিয়ের পুরো দায়িত্ব নেবেন বলে জানান। এমন ঘটনার পর থেকে সেই ব্যক্তিকে সাহায্যের জন্য খুঁজতে নামে সিরাজগঞ্জের বেশ কিছু সামাজিক সংগঠন ও ব্যক্তিবর্গ। কিন্তু এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। 

তবে তার নাম পরিচয় না জানা গেলেও তিনি এর আগে একই কায়দায় একাধিক জায়গা থেকে টাকা নিয়েছেন বলে জানা গেছে। এমনকি একটি মসজিদের ঈমামের কাছ থেকেও নাকি টাকা নিয়েছিলেন তিনি। 

তুফাজ্জল হোসাইন রানা নামে একজন তার ফেসবুকে ভিডিওটি পোস্ট দিয়ে লিখেছেন, মাস খানেক আগে একই কথা বলে আমার আর আমাদের মসজিদের খতিব সাহেবের কাছ থেকে ৫০০ টাকা নিয়েছে। আজকে ভিডিওটা দেখে বুঝতে পারলাম সে একজন প্রতারক। আমি আর খতিব সাহেব দুজন মিলে ৫০০ টাকা দিয়েছিলাম ওনার গাড়ি ভাড়ার জন্য। এক মাস ধরে উনি এখনো গাড়ি ভাড়ার জন্যই ঘুরছেন! 

আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

নাইম নগর (Nayeem Nagar) নামের একজন কমেন্ট করেছেন, ভাই এই ব্যক্তি একজন প্রতারক। ৩-৪ মাস আগে আমার কাছেও ঠিক এই কথাগুলো বলেছিল। আমিও তাকে বেশ কিছু টাকা দিয়ে তার মেয়ের কাজে বিয়ের শরিক হয়েছিলাম। আজকে তার এই নাটক দেখে নিজের কাছেই কষ্ট লাগছে। যাইহোক, এসব বাটপারের কাছে- যারা প্রকৃত অভাবী তারা হেরে যায়।  

সিরাজগঞ্জে মানবিক কাজ করা ‘ক্লিন সিরাজগঞ্জ গ্রিন সিরাজগঞ্জ’ এর প্রতিষ্ঠাতা আশিক আহমেদ তার ফেসবুকে দুটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, ‘এসবের জন্য এখন মানবিক কাজ করাই দায়।’ 

এ বিষয়ে আশিক আহমেদ বলেন, ‘মাত্র ৫ হাজার টাকার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না, এই বিষয়টি নজরে এল তখনই আমার একটু খটকা লাগে। ওই ব্যক্তি অনেক জায়গা থেকেই একই কথা বলে টাকা নিয়েছেন। তাই আমাদের মনে হয়েছে তিনি একজন প্রতারক। এছাড়া এসব লোকজনের কারণে আসল অসহায়রা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এখনকার সময় ৫ হাজার টাকার জন্য মেয়ের বিয়ে হয় না এটা অবিশ্বাস্য। বিষয়টি নজরে আসার পর আমাদের একজন ডোনারও তাকে ৫ হাজার টাকা দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু আমরা যাচাই-বাছাই এর জন্য সময় নেই।’