বিএনপির অনশন কর্মসূচিতে নেতাকর্মীদের হাতাহাতি

নেতা কর্মীদের হাতাহাতি
নেতা কর্মীদের হাতাহাতি   © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবিতে সারা দেশের মতো রাঙামাটিতেও অনশন কর্মসূচি পালন করছে দলটি। 

শনিবার (১৪ অক্টোবর) সকালে শহরের কাঁঠালতলীর দলীয় কার্যালয়ে দুপুর পর্যন্ত চলে এই কর্মসূচি। কর্মসূচি চলাকালে এক পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। পরে সিনিয়র নেতৃবৃন্দের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

তবে সূত্রে জানা গেছে, সম্প্রতি কেন্দ্র থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে নাছির উদ্দিন সদস্য সচিবের পদ দায়িত্ব পান। কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। দীর্ঘ তিন মাস পর অনশন কর্মসূচিতে সদস্য সচিব যোগদানকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

আরও পড়ুন: ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত: আইডিএফ

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার (দীপু), সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো) প্রমুখ।

এসময় জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার বলেন, এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে বন্দি করে রেখেছে। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি। কিন্তু এটা আমাদের দুর্বলতা না। অনশন কর্মসূচি থেকে আমরা ঘোষণা দিতে চাই- নেত্রীর কিছু হলে বাংলার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিশোধ নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ