ঘুমন্ত অবস্থায় চলে গেলেন যুদ্ধকালীন কমান্ডার আল-মামুন

যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার
যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার  © ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার (৬৬) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার সকালে জেলা শহরের বাগানবাড়িতে শ্বশুরালয়ে ঘুমন্ত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি সমাজসেবায় রাষ্ট্রীয় মানবকল্যাণ খেতাবপ্রাপ্ত ছিলেন।

আরো পড়ুন: আর কোনো গৃহহীন-ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

আল-মামুন সরকারের ব্যক্তিগত সহকারী আবদুস সোবহান পাঠান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা ঈদগাহ মাঠে নামাজে জানাজার সিদ্ধান্ত হয়েছে। তবে নামাজের সময় চূড়ান্ত হয়নি।

আল-মামুন সরকারের মৃত্যুর খবরে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের মানুষ তার শ্বশুরালয়ে ভিড় করেন। জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. সাখাওয়াৎ হোসেনসহ কর্মকর্তারা খবর পেয়ে তাকে দেখতে যান।


সর্বশেষ সংবাদ