উপকূলীয় এলাকার মেয়ে শিক্ষার্থীদের স্টেম ল্যাব দিলো বিডিওএসএন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৭ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ PM
এসটিইএম এবং আইসিটি স্কিলস ফর গার্লস অফ কোস্টাল এরিয়াস (এসআইএসজিসিএ) শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার দুইটি স্কুলের মেয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে স্টেম ল্যাব দেয় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) তালায় আয়োজিত ডিজিটাল ডিভাইস ও ল্যাব উপকরণ হস্তান্তর অনুষ্ঠানে শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শহীদ কামেল মডেল হাইস্কুলের শিক্ষকদের হাতে ল্যাব উপকরণগুলো হস্তান্তর করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এমপি মুস্তফা লুৎফুল্লাহ।
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের (বিএফএফ) সার্বিক তত্ত্বাবধানে এবং আন্তর্জাতিক দাতা সংস্থা মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা উপজেলার ৬টি স্কুলের ষষ্ঠ থেকে অষ্ঠম শ্রেণীর মেয়ে শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বিডিওএসএন। এই কার্যক্রমের ধারাবাহিকতায় হাতে-কলমে প্রযুক্তিচর্চায় বিজ্ঞান, রোবটিক্স, প্রোগ্রামিং এবং গণিতের ল্যাব উপকরণ প্রদান করা হয় তালায় এই দুটি স্কুলে।
বিডিওএসএন এর সাধারণ সম্পাদক মুনির হাসান তার স্বাগত বক্তব্যে উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিভিত্তিক দক্ষতার মাধ্যমে একজন প্রবলেম সলভার হয়ে উঠতে আহবান জানান। স্মার্ট বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে মাননীয় এমপি বলেন, বিশ্বব্যাপী প্রযুক্তির যে পরিবর্তন চলছে তার অংশ হতে এখন থেকে প্রযুক্তিগতভাবে দক্ষ হয়ে উঠতে হবে আমাদের মেয়েদের। আজকের এই ল্যাব উপকরণগুলো শিক্ষার্থীদের জন্য একটি সম্ভাবনার দরজা উন্মোচন করে দিলো।
প্রকল্পের টেকসই বাস্তবায়নে শিক্ষার্থীদের হাতে-কলমে প্রযুক্তি চর্চায় সহায়ক হবে এই স্টেম ল্যাবটি। এছাড়াও শিক্ষার্থীদের আগ্রহে এবং বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি স্টেম ল্যাবের মাধ্যমে স্কুল দুটিতে নিয়মিত স্টেম কার্যক্রম পরিচালিত হবে বলেও ইচ্ছা প্রকাশ করেন স্কুলের প্রধান শিক্ষকগণ।
বিদ্যালয় দুইটির প্রধান শিক্ষক ছাড়াও আয়োজনে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, ইউনিয়ন চেয়ারম্যান সর্দার জাকির হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা পারভিন পাপড়ি।