০৯ আগস্ট ২০২৩, ১৭:৪৫

অক্টোবরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেট্রোরেল  © ফাইল ছবি

অক্টোবরের শেষের দিকে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিটিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

বুধবার (৯ আগস্ট) আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, “অক্টোবরের শেষ সপ্তাহে যখন মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, তার পরদিন থেকে ট্রেন চলাচল শুরু হবে।”

এ দিন অনুষ্ঠানের শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এমআরটি লাইন-৬ রুট অ্যালাইনমেন্টে সড়কের মিডিয়ানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব আমিন উল্লাহ।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রোরেলের কাজ করার সময় উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৩ হাজার ৮৭৭টি গাছ কাটা পড়ে। এজন্য ওই অংশে মেট্রোরেলের ডিপো, স্টেশন প্লাজা, সড়কের মিডিয়ানে ৫ হাজার ৭৪৭টি গাছ লাগানো হবে। এছাড়া ২৪ হাজার ৭১৮টি শোভাবর্ধনকারী গাছ থাকবে। 

আরো পড়ুন: দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষে জবিতে আসন ফাঁকা ১২৬

মেট্রোরেলের নির্মাণকাজের অগ্রগতির বিষয়ে এম এ এন ছিদ্দিক বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল পথের নির্মাণকাজ শেষ হচ্ছে অক্টোবরের মাঝামাঝিতে। এর কয়েক দিন পরই উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। 

তিনি জানান, প্রথমে আগারগাঁও থেকে ফার্মগেট, সচিবালয় ও মতিঝিল- এই তিন স্টেশনে ট্রেন থামবে। পর্যায়ক্রমে বাকি স্টেশনগুলো খুলে দেওয়া হবে। এজন্য দুই মাস সময় লাগবে। জানুয়ারির দিকে সব স্টেশনে ট্রেন থামবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমীন উল্লাহ নূরী বলেন, আমরা আশা করছি আগারগাঁও থেকে মতিঝিল অংশের মেট্রোরেলের পথ নির্মাণের কাজ ১৫ অক্টোবরের মধ্যে শেষ হবে। এরপর প্রধানমন্ত্রী যেকোনো দিন সময় দেবেন, সেদিনই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করা হবে।

এর আগে গত মাসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আগামী অক্টোবরে আগারগাঁও স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় পাওয়া সাপেক্ষে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের আগারগাঁও-দিয়াবাড়ি অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। এই অংশে পারফরম্যান্স টেস্ট শুরু হয়েছিল গত বছরের ১১ মে। দেড় বছর সময় লাগে পরীক্ষামূলক যাত্রার সব ধাপ সম্পন্ন করতে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে তা করা হবে তিন মাসে।