পানিবন্দী মানুষের মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের ত্রাণ বিতরণ

ত্রাণ কার্যক্রম
ত্রাণ কার্যক্রম  © টিডিসি ছবি

চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলায় বিপিএম'র পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পুলিশ সুপার এসএম শফিউল্লাহ। বুধবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়ন পরিষদে দেড় শতাধিক বন্যার্ত মানুষের মাঝে জেলা পুলিশ সুপারের পক্ষে ত্রাণ বিতরণ করেন থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল ইসলাম। 

বন্যার্তদের মাঝে ত্রাণ হিসেবে দেয়া হয় চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলুসহ  প্রয়োজনীয় ত্রাণসামগ্রী। 

এসময় ওসি রাশেদুল ইসলাম বলেন, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ  বিপিএম এর নির্দেশে বন্যার্তদের মাঝে এসব সহায়তা প্রদান করা হচ্ছে। 

আরও পড়ুন: কৃষি গুচ্ছে পাস করেছেন সাড়ে ১৮ হাজারের বেশি প্রার্থী

তিনি আরও বলেন, জেলা পুলিশ বন্যার্ত মানুষের পাশে সব সময় থাকবে। পুলিশ দেশের সকল দুর্যোগ দুর্বিপাকে সবার আগে জনগণের পাশে থাকে। ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকার আশ্রয় কেন্দ্রগুলোতে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ ও আলু প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বন্যাসহ যে কোন দুর্যোগ, দুর্বিপাকে আমরা জনসাধারণের দোরগোড়ায় থাকবো।

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার প্রদীপ দন্ত, আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ইউনুস, ইউপি সদস্য আলী আক্কাস সহ অন্যান্য ব্যক্তিরা। 

ত্রাণ গ্রহণ করা মানুষেরা পুলিশের এমন সহায়তা পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


সর্বশেষ সংবাদ