নেতাদের ভারে ভেঙে গেছে ‘তারুণ্যের সমাবেশ’র মঞ্চ

ভেঙে পড়া মঞ্চ
ভেঙে পড়া মঞ্চ  © সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ নেতাদের ভিড়ে ভেঙে পড়েছে মঞ্চ। এতে এক সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে, মচকে গেছে আরেকজনের।

শনিবার (২২ জুলাই) বেলা ২টার দিকে সমাবেশের মূল কার্যক্রম শুরুর আগে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে মাইকে নেতারা বার বার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। এক পর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে।

মঞ্চটি ডেঙে পড়লে এতে লাল কার্পেটসহ যেসব চেয়ার ছিল, সেগুলো নিচে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যে বড় ব্যানারটি টাঙানো ছিল, সেটাও বেঁকে যায়।

পরে ছোট একটা সাদা পিকআপ ভ্যান এনে অস্থায়ী মঞ্চ করা হয়। তাতে কয়েকটি চেয়ার ও বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়।

মঞ্চ ভেঙে পড়ার পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সভাপতি  সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মঞ্চ ভেঙে গেছে। এখন আপনারা কেউ আর মঞ্চে আসবেন না। পিকআপ ভ্যানে সমাবেশ চলবে।

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের গেট ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।


সর্বশেষ সংবাদ