দেশের ১১ জেলায় নতুন পুলিশ সুপার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১১:৪৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৩, ১১:৪৭ PM

দেশের ১১ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তাদের জায়গায় নতুন এসপি দেওয়া হয়েছে। সোমবার (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে তাদের বদলির বিষয়টি জানানো হয়েছে।
এর মধ্যে ঝিনাইদহ, মৌলভীবাজার, বান্দরবান, নাটোর, রাজশাহী, খাগড়াছড়ি, ঠাকুরগাঁও, রাজবাড়ী, বাগেরহাট, লক্ষ্মীপুর এবং জামালপুর—জেলায় নতুন এসপি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আদেশটি অবিলম্বে কার্যকর হবে। পাশাপাশি পৃথক একটি প্রজ্ঞাপনে আরও ১৩ এসপিকে বিভিন্ন দপ্তরে বদলি করার বিষয়টিও জানানো হয়েছে।