টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর, ছেলে গ্রেফতার
বৃদ্ধ বাবাকে মারধরের অভিযোগে সাইমন তালুকদার (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৫ জুন) মদন উপজেলার মদন সদর ইউনিয়নের কুলিয়াটি গ্রামে এমন ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃত সাইমন তালুকদার ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সাইমন তালুকদার মাদকাসক্ত। প্রায়ই সে টাকার জন্য নিজের বাবাকে নির্যাতন করতো। এর আগে নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাবা নূরুল ইসলাম ছেলের বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে পাঠায়। সাইমন ৫ মাস জেল খেটে সম্প্রতি জামিনে ছাড়া পায়। বাড়িতে গিয়েই টাকার জন্য বাবাকে কয়েক দফা নির্যাতন চালায়।
আরও পড়ুন: ছয় বছরের শিশুর পড়ার জন্য বরাদ্দ ১৫ মিনিট, টাইমটেবিল ভাইরাল
রোববার (২৫ জুন) সন্ধায় টাকার জন্য বৃদ্ধ বাবাকে পুনরায় মারধর করলে পরিবারের লোকজন তাকে বেঁধে থানায় খবর দেয়। পরে পুলিশ রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান বলেন, টাকার জন্য নিজের বৃদ্ধ বাবাকে মারধরের মামলায় জেল হাজতে ছিল সাইমন। জামিনে গিয়ে আরও কয়েকবার তার বাবাকে মারধর করে। রোববার(২৫ জুন) রাতে মারধরের খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। পূর্বের মামলায় তার বিরুদ্ধে রোববার গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাকে আজ সোমবার(২৬ জুন) নেত্রকোণা আদালতে পাঠানো হবে।