ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি পেল জামায়াত

জামায়াত ইসলামী বাংলাদেশ
জামায়াত ইসলামী বাংলাদেশ  © লোগো

আগামীকাল শনিবার দুপুর ২ টায় রমনার বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশের অনুমতি পেয়েছে জামায়াত ইসলামী।

এর আগে, বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে  ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিকট আবেদন করে জামায়াত। পরবর্তীতে শুক্রবার (৯ জুন) এক সাক্ষাৎকারে মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে সিদ্ধান্ত গ্রহণ করবে ডিএমপি।

খন্দকার গোলাম ফারুক বলেন, জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে, তারা আগামীকাল বিকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চায়। আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে তথ্য চেয়েছি জামায়াত শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে কি না? আমরা তথ্য পেয়েছি। আজ রাতে আমার সহকর্মীদের নিয়ে বসবো।

এসময় তিনি আরও বলেন, আপনারা জানেন জামায়াতের অতীত ইতিহাস রয়েছে। তারা পুলিশের ওপর নানা নির্যাতন করেছে। বিভিন্ন বোমা হামলার ঘটনায় তাদের নাম এসেছে। দীর্ঘদিন তারা প্রকাশ্যে আসেনি। এখন তারা প্রকাশ্যে সভা-সমাবেশ করতে চায়।

ডিএমপি কমিশনার বলেন, যদি তাদের সমাবেশের অনুমতি দিই, তাহলে সেটা কিভাবে দিতে হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটুকু ঠিক থাকবে, সে বিষয়ে রাতেই সিদ্ধান্ত জানানো হবে।


সর্বশেষ সংবাদ