যশোর বোর্ডে আজকের তিন শ্রেণির সব পরীক্ষা স্থগিত

যশোর বোর্ডে আজকের তিন শ্রেণির সব পরীক্ষা স্থগিত
যশোর বোর্ডে আজকের তিন শ্রেণির সব পরীক্ষা স্থগিত  © সংগৃহীত

প্রচন্ড তাপপ্রবাহে গরমে পুড়ছে দেশ। গরমে শরীর না ঘামলেও অনুভূত হচ্ছে অসহনীয় তাপ। গরমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পর সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার ক্লাসও আজ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল আগেই। নতুন সিদ্ধান্ত হলো আজ দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে। এরই মধ্যে আজ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে অনুষ্ঠেয় তিন শ্রেণির পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

বুধবার (৭ জুন) বিকেলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর, ঝড় সর্তর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত তাপ প্রবাহের সতর্কবার্তায় আগামী ৫ থেকে ৬ দিন দেশের উপর দিয়ে চলমান মৃদু, মাঝারি এবং তীব্র তাপপ্রবাহ অব্যহত থাকতে পারে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিন্ধান্ত নিয়েছে। এমতাবস্থায় ২০২৩ সালের চলমান বৃহস্পতিবারে অষ্টম ও নবম শ্রেণির অর্ধবার্ষিকী এবং দশম শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষা স্থগিত করা হলো।

এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ বলেন, ‘সারাদেশে তাপপ্রবাহের কারণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার (৭ জুন) পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’

এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে গত রোববার দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস ৮ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। দেশব্যাপী তীব্র গরমে কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত নেয়। 

আরও পড়ুন: দেশের সব টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

এরপর গত সোমবার গরমের কারণে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিক শাখার (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) পাঠদানও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া মাধ্যমিক স্তরে শিক্ষা কার্যক্রম চালু থাকলেও প্রাত্যহিক সমাবেশ (অ্যাসেম্বলি) স্থগিত রাখাসহ বেশ কিছু নির্দেশনা মানতে বলা হয়।

এছাড়া তীব্র গরমের কারণে আজ বৃহস্পতিবার সব টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস বন্ধ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ