ফরিদপুরে কালবৈশাখী ঝড়ে ডাল ভেঙে কিশোরের মৃত্যু

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  © সংগৃহীত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে মো. আশরাফুল বিশ্বাস  (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭) সন্ধ্যার দিকে উপজেলার আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি মোহাম্মদ আবু তাহের।

নিহত মো. আশরাফুল বিশ্বাস উপজেলার বাকাইল গ্রামের বিশ্বাস পাড়া এলাকার সালাউদ্দিন বিশ্বাসের ছেলে। আলফাডাঙ্গা বাজারে একটি চায়ের দোকান আছে আশরাফুলের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আশরাফুজ্জামান তার চায়ের দোকানে আসার পথে বাকাইল গ্রামের পাগলের আস্তানা এলাকায় ঝড়ের কবলে পড়ে। এসময় তার ওপর রাস্তার গাছ ভেঙে পড়লে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর হাসপাতালে যাওয়ার পথে করিমপুর পৌঁছালে আশরাফুজ্জামান মারা যায়।

ওসি মোহাম্মদ আবু তাহের জানান, বাড়িতে দুপুরের খাবার খেয়ে সন্ধ্যার দিকে আলফাডাঙ্গা বাজারে চায়ের দোকানে যাচ্ছিল আশরাফুল। পথে বাকাইল গ্রামের পাগলের আশ্রম সংলগ্ন এলাকায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সে। এ সময় রাস্তার পাশের গাছের ডাল ভেঙে তার ওপর পড়লে সে মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, খবর পেয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। ছেলেটির বড় ভাই কয়েক বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যায়। আবার ছেলেটির বাবা একটি মামলায় জেলহাজতে রয়েছে। ছেলেটির জানাজায় বাবাকে আনার জন্য (প্যারোলে) জেলা প্রশাসকের সঙ্গে ও থানায় কথা হয়েছে।


সর্বশেষ সংবাদ