দেশে বিদ্যুৎ উৎপাদনের নতুন রেকর্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
দেশে বিদ্যুৎ উৎপাদন ছাড়াল ১৫ হাজার মেগাওয়াট। ফলে দেশে ১৫ হাজার মেগাওয়াটের নতুন মাইল ফলক অতিক্রান্ত হলো এবং বাংলাদেশ পাওয়ার সিস্টেম এক নতুন উচ্চতায় উন্নীত হলো।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। এর আগে দেশে ১৪ হাজার ৭৮২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গত বছরের ১৬ এপ্রিল।
এর আগে সব পুরাতন সব রেকর্ড ভেঙে গত মঙ্গলবার সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় দেশে। এর পরদিন গতকাল বুধবার রাত ৯টার দিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সর্বোচ্চ উৎপাদন হয় ১৪ হাজার ৯৩২ মেগাওয়াট; সৃষ্টি হয় নতুন রেকর্ড।
প্রসঙ্গত, এ বছর তুলনামূলক বেশি গরম থাকায় প্রতিদিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। এ বছর গ্রীষ্মে রমজান ও সেচ মৌসুমকে কেন্দ্র করে পিডিবির প্রাক্কলিত চাহিদা ১৬ হাজার মেগাওয়াট বা তার চেয়েও বেশি।