ট্রাকের ধাক্কায় হারালেন প্রাণ, ভাত-তরকারি পড়ে রইলো লাশের পাশে

ট্রাকের ধাক্কায় হারালেন প্রাণ, ভাত-তরকারি পড়ে রইলো লাশের পাশে
ট্রাকের ধাক্কায় হারালেন প্রাণ, ভাত-তরকারি পড়ে রইলো লাশের পাশে  © সংগৃহীত

বগুড়ার শাজাহানপুরে ট্রাকের ধাক্কায় সাব্বির হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিববার (১৯ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে জামাদারপুকুর বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত।

নিহত সাব্বির হোসেন শাজাহানপুরের সোনাকানিয়া গ্রামের মৃত তরিকুল্লার ছেলে। তিনি নন্দীগ্রামের কোয়ালিটি ফিড কোম্পানিতে ক্যাজুয়াল কর্মী হিসেবে কমর্রত ছিলেন।

পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসানাত জানান, সকালে সাব্বির মোটরসাইকেলে করে নিজ বাড়ি থেকে নন্দীগ্রাম তার কর্মস্থলে যাচ্ছিলনে। জামাদারপুকুর বন্দরে নাটোরগামী মালবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চাপা পড়ে সাব্বির মারা যান। এ সময় তার সাথে থাকা খাবারের বাটি থেকে ভাত-তরকারি রাস্তার ওপর পড়ে যায়। যা দেখে প্রত্যক্ষদর্শীসহ কষ্ট পেয়েছেন অনেকেই।

আবুল হাসানাত আরও জানান, স্থানীয়রা ট্রাকসহ চালকে ধরে রেখেছিলেন।  সাব্বিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে ও চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ সংবাদ