২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৭

ভরণপোষণ না দেওয়ায় দুই ছেলের বিরুদ্ধে বাবার মামলা

মো. রাজা মিয়া  © টিডিসি ফটো

ভোলার লালমোহনে ভরণপোষণ না দেওয়ার দুই ছেলের বিরুদ্ধে মামলা করেছে মো. রাজা মিয়া (৬৫) নামে এক বাবা। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেইট এলাকার বাসিন্দা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে লালমোহন থানায় ছেলেদের বিরুদ্ধে মামলা করেন তিনি।

তার ছেলেরা হলেন, বান্দরবানবাসী মো. জসিম ও মো. রুবেল। তাদের একজন কাঠের পাইকারি ব্যবসায়ী ও অন্যজন সিএনজির ব্যবসা করেন।

আরও পড়ুন: হবিগঞ্জে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেপ্তার।

মো. রাজা মিয়া জানান, দুই ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। কিন্তু দীর্ঘ আট বছর ধরে তার ভরণপোষণ তো দূরের কথা খোঁজ-খবরও নেন না। তাই ভিক্ষা করে জীবন চলে। সম্প্রতি অসুস্থ হওয়ায় ছেলেদের জানালেও তারা গুরুত্ব দেননি। তাই বাধ্য হয়ে দুই ছেলের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা করেছেন।

এ প্রসঙ্গে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, ওই বৃদ্ধ বাবা শুক্রবার রাতে তার দুই ছেলের নামে মামলা করেছেন। আমরা তার দুই ছেলেকে গ্রেফতারের চেষ্টা করছি।