পাগলা মসজিদে রেকর্ড ২০ বস্তা টাকা, চলছে গণনা

পাগলা মসজিদে টাকা গণনার কাজ চলছে
পাগলা মসজিদে টাকা গণনার কাজ চলছে  © ফাইল ফটাে

কিশোরগঞ্জ শহরের ঐতিহাসিক পাগলা মসজিদে আটটি লোহার দানবাক্স রয়েছে। প্রতি তিন মাস পর পর বাক্সগুলো খোলা হয়। তিন মাস ৬ দিন পর শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় আবারও দান বাক্সগুলো খোলা হয়েছে। এগুলো থেকে এবার রেকর্ড ২০ বস্তা টাকা পাওয়া গেছে। এখন চলছে গণনা।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দান দানবাক্স খোলা হয়। বাক্সগুলো খুলে রেকর্ড ২০টি বস্তায় গণনার জন্য টাকা আনা হয়েছে।

মসজিদের খতিব, এলাকাবাসী ও দূর-দূরান্ত থেকে আসা লোকজন সূত্রে জানা যায়, এই মসজিদে মানত করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করে থাকেন।

টাকার বস্তা গণনার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী। তিনি জানান, টাকা গণনার কাজে সিনিয়র সহকারী কমিশনার অহনা জিন্নাত, শেখ জাবের আহমেদ, সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার মোছা. নাবিলা ফেরদৌস, মো. মাহমুদুল হাসান, রওশন কবীর, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence