রবিবার থেকে দেশে শীতের তীব্রতা কমবে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩, ১০:০২ PM
পৌষের হাড় কাঁপানো শীতে কাঁপছে সারাদেশ। অন্যান্য বছরের তুলনায় এ বছর পৌষের মধ্যবর্তী সময়েই হাড়ভাঙ্গা শীতে বেড়েছে দুর্ভোগ। এ বিষয়ে শুক্রবার (৬ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, শীতের এমন তীব্র অনুভুতি রবিবার থেকে কমতে শুরু করবে।
তিনি আরও বলেন, আজ (শুক্রবার) ৩টার পর পর কুয়াশা কেটে গেছে। কাল আর একটু এগিয়ে আসবে। এভাবে আশা করি রবিবারের মধ্যে তীব্র শীতের অনুভূতি কমে যাবে।
গত মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা কমতে থাকে। প্রতি বিভাগে প্রায় ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে যায়।
আরও পড়ুন: ছাত্রলীগের মঞ্চ ভেঙে হাসপাতালে ৮ জন
এছাড়াও আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশের পাঁচ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। জেলাগুলো হলো নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা। এই অঞ্চলগুলোর ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
এর মধ্যে দেশের সর্বোনিম্ন তাপমাত্রা রয়েছে চুয়াডাঙ্গায় ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার ও সীতাকুণ্ডে ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুর ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল ৯১ ভাগ।
আবহাওয়াবিদদের ব্যাখ্যা মতে, মৃদু শৈত্যপ্রবাহে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে। মাঝারি শৈত্যপ্রবাহে তাপমাত্রা হয় ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শৈত্যপ্রবাহে ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হয় তাপমাত্রা।