বিএনপির সমাবেশ
মিরপুর বাঙলা কলেজ পরিদর্শন করলো ডিএমপি প্রতিনিধি দল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:৩১ AM , আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ AM
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি দল বিএনপির ১০ ডিসেম্বরের বিভাগীয় গণসমাবেশের সম্ভাব্য স্থান পরিদর্শনে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে গেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করেন তারা।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যন বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, “বিএনপির পক্ষ থেকে কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হয়।
এরপর ডিএমপি আমাদের মিরপুর বাঙলা কলেজ মাঠও যুক্ত করতে বলে। আমরা এখন দুটি জায়গাই পরিদর্শন করব। এরপর কোথায় সমাবেশ হবে তা জানানো হবে। ”
বিএনপি নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠকে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদও উপস্থিত ছিলেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি নেতারা কমলাপুর স্টেডিয়ামে সমাবেশ করতে চেয়েছেন। তাঁরা মিরপুরের কালশীতে যেতে রাজি নন। তবে মিরপুরের বাঙলা কলেজ মাঠ নিয়ে আপত্তি করেনিন তাঁরা। আশা করি বিএনপির সমাবেশস্থল নিয়ে দ্বন্দ শিগগিরই কেটে যাবে। ”