পদোন্নতি হচ্ছে নির্বাচন কর্মকর্তাদের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৮:৩৫ AM , আপডেট: ১৭ নভেম্বর ২০২২, ০৮:৪৯ AM
নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য বেতন গ্রেড উন্নীত করার সুপারিশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তাদের মধ্যে ‘ক’ শ্রেণির ২৩০টি উপজেলা নির্বাচন কর্মকর্তার পদ নবম গ্রেড থেকে ৬ষ্ঠ গ্রেড হবে। আর বৃহত্তর ১৯টি জেলার মতো সব জেলার নির্বাচন কর্মকর্তার পদ হবে পঞ্চম গ্রেডে। বুধবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের প্রশাসনিক সংস্কার কমিটির বৈঠকে গ্রেড উন্নীতের বিষয়ে চূড়ান্ত সুপারিশ করা হয়।
কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের সভাপতিত্বে বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের পর সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আনিছুর রহমান বলেন, ১৯টি বড় জেলায় বর্তমানে উপসচিব পদমর্যাদার পঞ্চম গ্রেডের কর্মকর্তা আছে। বাকি ৪৫টি জেলায় ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা রয়েছেন। ফলে বদলিসহ নানা ধরনের বিপত্তি হয়।
এজন্য ১৯টির মতো বাকি ৪৫টি জেলায় পঞ্চম গ্রেডের পদ সৃষ্টির সুপারিশ করেছেন জানিয়ে তিনি বলেন, সব জায়গায় যাতে একই গ্রেডের কর্মকর্তা থাকেন সে জন্য এটি করা। এ জন্য সরকারের অতিরিক্ত কোনও অর্থ ব্যয় হবে না। কেবল গ্রেডটি পরিবর্তন হবে।
আরো পড়ুন: পুলিশের আরেক কর্মকর্তার বাধ্যতামূলক অবসর
নির্বাচন কমিশনার বলেন, উপজেলা ও থানা মিলে ৫২২টি পদ রয়েছে। উপজেলার পদটি নবম গ্রেডের। ২৩০টি ‘ক শ্রেণির’ উপজেলার পদ ষষ্ঠ গ্রেড করার সুপারিশ করা হয়েছে। এতে কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ হবে। এ প্রক্রিয়ায় আর্থিক ব্যয় নেই বললেই চলে। কর্মরত সব কর্মকর্তাই ইতোমধ্যে ষষ্ঠ গ্রেডের বেশি বেতন স্কেল পাচ্ছেন।
তিনি বলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তারা ১৬-১৭ বছর একই পদে কাজ করছেন। কেউ কেউ জেলা নির্বাচন কর্মকর্তা হয়েছেন, আঞ্চলিক কর্মকর্তা হয়েছেন। পদোন্নতি বঞ্চিতদের জন্য কিছু সুপারিশ করা হয়েছে নতুন পদ সৃষ্টির জন্য। কিছু করা হয়েছে পদ উন্নীতকরণের জন্য। একই পদে দীর্ঘদিন কাজ করলে স্পৃহা কমে যায়। কর্মকর্তাদের দাবিও ছিল। পদ আপগ্রেডের বিষয় নিয়ে আগেও বৈঠক করেছেন।