বিচারপতির ওপর হামলার মামলায় ছাত্রদলের চার কর্মী গ্রেপ্তার

ছাত্রদলের চার কর্মী গ্রেপ্তার
ছাত্রদলের চার কর্মী গ্রেপ্তার  © ফাইল ছবি

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলার মামলায় ছাত্রদলের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফেজ আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্টনে শামসুদ্দীন চৌধুরী মানিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন: আ.লীগের প্রার্থীকে বড় ব্যবধানে হারালেন ছাত্রদলের নেতা

এরআগে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে মিছিল থেকে শামসুদ্দিন চৌধুরী মানিকের গাড়িতে হামলা হয়। এ সময় গাড়িটি ভাঙচুর করা হয়। মাথায় আঘাত পান তিনি। পরে চিকিৎসকদের পরামর্শে ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।

শামসুদ্দিন চৌধুরী মানিক গণমাধ্যমকে বলেন, ‘হামলায় মাথায় আঘাত পেয়েছি। প্রচুর ব্যথা করছে। চিকিৎসকরা বলছিলেন এমআরআই করতে। তাই ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছি। এমআরআই করানোর প্রস্তুতি চলছে।’


সর্বশেষ সংবাদ