রংপুরে মঞ্চে খালেদা জিয়ার জন্য খালি চেয়ার

বেগম খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে খালি চেয়ার
বেগম খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে খালি চেয়ার  © সংগৃহীত

রংপুরে বিএনপির গণসমাবেশের মঞ্চে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য রাখা হয়েছে খালি চেয়ার। গণসমাবেশ মঞ্চের ঠিক মাঝখানে সাদা তোয়ালে দিয়ে আবৃত একটি খালি চেয়ার রাখা হয়েছে। এর আগে চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনার গণসমাবেশেও খালেদা জিয়ার জন্য একটি চেয়ার খালি রাখা হয়।

শনিবার (২৯ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত রংপুর শহরের কালেক্টরেট ঈদগাহ মাঠের গণসমাবেশে এমন চেয়ার রাখা হয়।

এ প্রসঙ্গে রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন জানান, খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তিনি সভামঞ্চে উপস্থিত না থাকলেও আমাদের সবার অন্তরে আছেন। সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সম্মানে চেয়ারটি খালি রাখা হয়েছে। 

আরও পড়ুন: কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নির্বাচনকালীন সরকার, জ্বালানিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতাকর্মী হত্যা, হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে দেশের বিভাগীয় শহরগুলোতে গণসমাবেশের কর্মসূচি পালন করছে বিএনপি। পরিবহন ধর্মঘট আর বাধা বিপত্তিকে টপকে রংপুরে নেতাকর্মীদের জনস্রোত নেমেছে। সমাবেশে যোগ দিতে রাতেই রংপুর পৌঁছেছেন প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল থেকে বিএনপি নেতারা সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন। বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকারের পদত্যাগের দাবিতে তারা এ স্লোগান দিচ্ছেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence