নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয় সাংবাদিকরা: হাইকোর্ট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ অক্টোবর ২০২২, ০৪:১০ PM , আপডেট: ২৩ অক্টোবর ২০২২, ০৪:১০ PM
সাংবাদিকরা নিউজের সোর্স প্রকাশে বাধ্য নয় বলে রায় দিয়েছেন হাইকোর্ট। সাংবাদিকের সংবাদ লেখার তথ্যের উৎস কী, সেটি জানতে তাদের ওপর চাপ প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছেন আদালত।
রাষ্ট্র বনাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রবিবার (২৩ অক্টোবর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ৫১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে।
আরও পড়ুন: রিজার্ভের যে অবস্থা, প্রয়োজনে দিনে বিদ্যুৎ ব্যবহার বন্ধ করতে হবে: তৌফিক-ই-ইলাহী
গত বছরের ২ মার্চ ‘২০ কোটিতে প্রকৌশলী আশরাফুলের দায়মুক্তি! দুর্নীতি দমনে দুদক স্টাইল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদন নিয়ে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থেকে সস্ত্রীক এক প্রকৌশলীকে অব্যাহতি দেওয়ার বিষয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে জারি করা রুলের রায়ে এমন কথা বলেছেন হাইকোর্ট।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, 'সার্বিক দিক বিবেচনায় আমাদের মতামত হলো, সংবাদমাধ্যম এবং সাংবাদিকরা সাংবিধানিকভাবে এবং আইনত দুর্নীতি এবং দুর্নীতিকারীদের বিরুদ্ধে জনস্বার্থে সংবাদ পরিবেশন করতে পারবেন।’
সাংবাদিকের কোনো সংবাদের বিষয়ে অভিযোগ থাকলে তা নিয়ে আদালতের আগে প্রেস কাউন্সিলের শরণাপন্ন হবার কথাও বলেছেন আদালত।