চট্টগ্রামে ফিরতে শুরু করেছে বিদ্যুৎ

বিদ্যুৎ ফিরছে
বিদ্যুৎ ফিরছে  © প্রতীকি ছবি

জাতীয় গ্রিডে বিপর্যয়ের প্রায় পাঁচ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ ফিরতে শুরু করেছে বন্দরনগরী চট্টগ্রামে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যা থেকে চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে।

পিডিবি’র দক্ষিণাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম জানান, সন্ধ্যা ৬টার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। রাত ৯টার মধ্যে সমগ্র চট্টগ্রাম অঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে। 

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিপর্যয় কাটিয়ে ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে টঙ্গী, ঘোড়াশালসহ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে।

এদিকে রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি, রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে।

অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান জানান, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত চালু হবে।

এদিকে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) আশা প্রকাশ করেছে, রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। শুরুতে জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহে প্রাধান্য দেওয়া হচ্ছে।

জানা গেছে, আশুগঞ্জ গ্রিডে ত্রুটির ফলে জাতীয় গ্রিডে বিপর্যয় (ট্রিপ) হয়। এতে রাজধানীসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে, মঙ্গলবার দুপুর ২টা ৫ মিনিটের দিকে এ বিপর্যয় ঘটে।


সর্বশেষ সংবাদ