স্কুলে টিউবওয়েলের পানি খেয়ে ৬০ শিক্ষার্থী হাসপাতালে

 ৬০ শিক্ষার্থী অসুস্থ
৬০ শিক্ষার্থী অসুস্থ   © ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে একটি স্কুলের টিউবওয়েলের পানি পান করে ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার শিতলপুর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (আরএমও) মোহম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, ‘বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করার পর প্রথমে চারজন ও পরে আরও তিনজন হাসপাতালে আসে পেট ব্যথা ও বমির লক্ষণ নিয়ে। তাদের মধ্যে তিনজন বেশি অসুস্থ হয়ে পড়ে।’

ওই চিকিৎসকের ধারণা, পানিতে বিষাক্ত কিছু বা ছত্রাক নাশক কোনো রাসায়নিক মেশানো হতে পারে। সে ধরনের লক্ষণই দেখা গেছে বলে জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, ‘আমরা পানি সংগ্রহ করেছি। তার নমুনা আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকায় পাঠানো হবে পরীক্ষার জন্য। এই সাত জনের বাইরে যারা এসেছে, তারা আতঙ্কিত হয়ে ভর্তি হয়েছে। আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি। ৬০ জনই এখন শঙ্কামুক্ত।’

নবম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া বলেন, ‘পিপাসা লাগলে কয়েকজন বান্ধবী মিলে পানি খাই। টিউবওয়েলের পানি খাওয়ার পর থেকে পেট ব্যথা করতে শুরু করে। ধীরে ধীরে ৩০ মিনিটের মধ্যে অসুস্থ্যতা বোধ করি। তখন স্কুল থেকে ভ্যানে করে হাসপাতালে নেয়া হয় আমাদের।’

এ বিষয়ে জানতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলতাফুর রহমান বলেন, ‘স্কুলে অ্যাসেম্বলি শেষে একটি এক ক্লাস হয়, এরপর ছাত্রীরা পানি খাওয়ার পর এমন ঘটনা ঘটে। সে সময় আমি স্কুলে ছিলাম না৷ স্কুলে ক্লাস শুরু হলে মেয়েকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিকে গিয়েছিলাম। কেন এমন হলো আমরা সেটি তদন্ত করে দেখছি।’

হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম মিঞা বিকেলে বলেন, ‘স্কুলে টিউবওয়েলের পানি পান করে ৬ জনের মতো শিক্ষার্থী প্রথমে অসুস্থতার খবর পাওয়া যায়। স্কুল কর্তৃপক্ষকে টিউবওয়েলের পানি পান বন্ধে ব্যবস্থা নিতে বলি, পরে পুলিশকে জানাতে বলি। তবে বর্তমানে হাসপাতালে ৩০ জনের মতো শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। তাদের খোঁজ নিতে গিয়ে এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা শঙ্কামুক্ত। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।’