মদপান করে ক্লাসে এসে মারামারি, ৭ম শ্রেণির ছাত্র বহিষ্কার

স্কুলের লোগো
স্কুলের লোগো  © ফাইল ফটো

বরগুনার তালতলীতে মদপান করে ক্লাসে এসে মারামারি করায় সপ্তম শ্রেণিএর এক স্কুল শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রের নাম, রোল এবং শ্রেণি উল্লেখ করে তাকে স্থায়ী বহিষ্কারের বিষয়টি নোটিশ আকারে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার লাউপাড়া সাগর সৈকত স্কুলে এই ঘটনা ঘটে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হায়দার গণমাধ্যমকে বলেন, আজ স্কুলে আসার পর ওই ছাত্র আরেক ছাত্রকে মারধর করেন। তাকে স্কুলে সিগারেট খেতেও দেখা গেছে। পরবর্তীতে দেখা যায় ওই ছাত্র মদ্যপ অবস্থায় ছিলেন।

গোলাম হায়দার আরও জানান, ঘটনাটি জানার পর ওই শিক্ষার্থীর মা এবং বড় ভাইকে ডেকে এনে বিষয়টি অবগত করা হয়। এরপর বিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে ওই স্কুলছাত্র এবং তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সর্বশেষ সংবাদ