নদীর স্রোতে ভেসে এসেছে ৭ মৃতদেহ

নৌকাডুবিতে মৃত্যু
নৌকাডুবিতে মৃত্যু  © সংগৃহীত

দিনাজপুরের আত্রাই নদীতে ভেসে এসেছে ৭ মৃতদেহ। এর মধ্যে তিনটি শিশুর এবং চারটি নারী মরদেহ রয়েছে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলার বীরগঞ্জ ও খানসামা উপজেলার আত্রাই নদীতে এ ঘটনা ঘটে। সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চলে উদ্ধারের কাজ।

বীরগঞ্জ ও খানসামা থানার অফিসার ইনচার্জরা (ওসি) জানান, মরদেহগুলো পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মরদেহ। নদীর স্রোতে এগুলো ভেসে এসেছে।

আরও পড়ুনঃ শ্বশুর হলেন আসিফ

বীরগঞ্জ থানার ওসি সুব্রত সরকারের কাছে থেকে জানা যায়, তারা আত্রাই নদীর কাশিমনগর বাদলা ঘাট থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। শিশুটির নাম সুব্রত রায়, বয়স আড়াই বছর। শিশুটি পঞ্চগড় উপজেলার বোদা উপজেলার মাড়েয়া গ্রামের প্রফুল্ল রায়ের ছেলে।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন জানান, তার এলাকায় আত্রাই নদীর জিয়া সেতুর কাছ থেকে চার নারী ও দুটি শিশুর মরদেহ উদ্ধার করেছেন। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি।

এ বিষয়ে দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মমিনুল করিম বলেছেন, 'যেসব মরদেহ উদ্ধার করা হচ্ছে তাদের নাম ও পরিচয় সংগ্রহ করে পুলিশের মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।'


সর্বশেষ সংবাদ